নিউজ ডেস্ক : শিশুদের হৃদরোগ চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম কক্সবাজারে আয়োজন করলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। কক্সবাজার জেলায় হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম।
ক্যাম্পটি পরিচালনা করেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর (ঢাকা ও চট্টগ্রাম) শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। তিনি উপস্থিত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন এবং স্বল্পমূল্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার ব্যবস্থা করেন।
বিশ্বমানের মেশিনে স্বল্পমূল্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা ছিল ক্যাম্পের অন্যতম প্রধান আকর্ষণ, যার মাধ্যমে শিশুদের হৃদরোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা নির্ধারণ করা হয়। ক্যাম্প থেকে রোগীদের জন্য পরবর্তী চিকিৎসা, ভর্তি-পূর্ব পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট ও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়।
ডা. তাহেরা নাজরীন বলেন, “প্রতি হাজার শিশুর মধ্যে প্রায় ৮ থেকে ১২ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়। আমাদের দেশে এই সেবা অত্যন্ত অপ্রতুল। এভারকেয়ার হসপিটাল শিশু হৃদরোগ বিভাগ এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।”
তিনি আরও বলেন, “আমাদের এই মানবিক উদ্যোগকে সফল করতে সরকারি ও বেসরকারি সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানাই।”
উল্লেখ্য, এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে দেশের অন্যতম বৃহৎ এবং বিশ্বমানের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শিশুদের জন্মগত হৃদরোগের উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় ডিভাইস, বেলুন এবং চিকিৎসা পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে আসছে।