কে এম ইউসুফ (চট্টগ্রাম) হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম মানিক (৩৮)। সে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মুকুম তালুকদার বাড়ির মৃত জামালের পুত্র।
জানা যায়, নিহত মানিকের সঙ্গে রবিবার রাতে স্থানীয় যুবদল নেতা তৌহিদের হাতাহাতির ঘটনা ঘটে, এতে আহত তৌহিদ চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে গতকাল বিকেলে কে বা কারা নিহত মানিককে মারপিট করে, বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর বাড়ির নিকটবর্তী হতেই মানিককে আহত অবস্থায় উদ্ধার করে লোকজন। পরক্ষণেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, নিহত মানিক ও তৌহিদ সম্পর্কে চাচা-ভাতিজা হন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে, ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, আসামী আটকে অভিযান চলমান রয়েছে।