গাজী জয়নাল আবেদিন যুবায়ের, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বিশ্বের একমাত্র প্রাকৃতিক রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহস্থল হালদা নদীতে আবারও ড্রেজারের আঘাতে মৃত্যু হয়েছে এক মা মাছের। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় পরিপক্ক ডিমযুক্ত একটি মৃত মৃগেল মা মাছ।
হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোসাঙ্গীর আলম জানান, মাছটির ওজন প্রায় ৫ কেজি ১০০ গ্রাম এবং দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি। মাছটির গোনাডে (ডিম্বাশয়) ছিল পূর্ণ পরিপক্ক ডিম, যা এখনও ভালো রয়েছে। তিনি ধারণা করছেন, গতরাতে ড্রেজারের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে।
রোসাঙ্গীর আলম আরও জানান, গত ৪ মে একই স্থানের অদূরে ড্রেজারের আঘাতে আরেকটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছিল, তবে সেসময়ের ডিম পঁচে গিয়েছিল। বর্তমানে নদীতে মা মাছের আনাগোনা বাড়ছে এবং প্রজননের উপযুক্ত সময় চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের অপেক্ষায় নদীতে প্রস্তুত রয়েছে ৪ শতাধিক ডিম সংগ্রহকারী নৌকা ও জাল।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গত ১৫ দিনের ব্যবধানে এই নিয়ে দুটি মৃত মা মাছ উদ্ধার করা হলেও এর বাইরে আরও মা মাছ মারা যেতে পারে যেগুলো হয়তো নদীতে পঁচে গেছে বা কেউ তুলে নিয়ে গেছে। এটি হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রজনন ব্যবস্থার জন্য অশনিসংকেত।
রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী জানান, মৃত মা মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে হালদা নদীর তীরে মাটি চাপা দেওয়া হয়েছে। মাছটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ড্রেজারের ধাক্কায় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হালদার মতো একটি সংবেদনশীল নদীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশ সচেতনরা।