সর্বশেষ

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪০৯

ডিসিবি নিউজ ডেস্ক:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২৭ জুলাই) সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫৩০ জন ডেঙ্গুরোগী। ফলে এ পর্যন্ত মোট ১৮ হাজার ২২৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী। সর্বশেষ তিনজনের মৃত্যুসহ এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা