সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে তিন হাজার সফল কেস সম্পন্ন উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার 

এস এম আকাশ, চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান পার্ক ভিউ হাসপাতালের ক্যাথল্যাবে ৩০০০টি সফল কেস সম্পন্ন হওয়ার গৌরবময় সফলতা অর্জন উপলক্ষে বিশেষ বৈজ্ঞানিক কর্মশালা শীর্ষক সেমিনার হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২৮ মে বুধবার উক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নগরীর মানবিক চিকিৎসক খ্যাত ব্যক্তিত্ব ডা. এ.টি.এম রেজাউল করিম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক ভিউ হাসপাতালের চেয়ারম্যান ডা.এ.কে.এম. ফজলুল হক।

পার্কভিউ ক্যাথল্যাবের পরিসংখ্যান ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা.ইকবাল মাহমুদ। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা.এম.এম.আলম সাদী। কার্ডিয়াক কেয়ারের ওভারভিউ তুলে ধরেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.আবু তারেক ইকবাল। ইন্টারভেনশনাল কার্ডিয়াক কেয়ারের প্রেক্ষাপট উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা.আ.ই.ম.ন.জাহাঙ্গীর সেলিম।

এছাড়াও আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা.শেখ মোহাম্মদ হাছান মামুন,চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রধান ক্যাথল্যাব কনসালট্যান্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা.মোঃ আব্দুল মুত্তালিব,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ডিন ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির সভাপতি ডা.মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

জাঁকজমকপূর্ণ সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, (সিআইএমসিএইচ) এর উপ-পরিচালক ডা.বখতিয়ার আলম,পার্ক ভিউ হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর ডা.মোঃ ইউসুফ,শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মুসলিম উদ্দিন সবুজ,ডা.মোঃ শাহ আলম,ডা.মোহাম্মদ মুসা,ডা.মো.ছগীর,ডা.সালমা নাহিদ,ডা. সফিউল আলম,ডা.শওকত হোসেন, রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা.মোঃ নাজিবুর রহমান (খোকন) সহ চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য সরকারি বেসরকারি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞগণ। এছাড়াও পার্কভিউ হাসপাতালের মেডিক্যাল অফিসার,মার্কেটিং ও প্রশাসনিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এ.টি.এম.রেজাউল করিম বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে রোগীদের সর্বোচ্চ মানের হৃদরোগ চিকিৎসা সেবা প্রদান করা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ৩০০০টি সফল ক্যাথল্যাব কেস সম্পন্ন করেছি। এই সফলতায় আমাদের পার্ক ভিউ মেডিকেল টিমের দক্ষতা,নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন ঘটেছে। আগামীতে আমরা আরও জবাবদিহি মূলক কর্মকাণ্ড পরিচালনা করবো যাতে করে জেলার সর্বস্তরের মানুষ সল্প খরচে পার্ক ভিউ হাসপাতালে সর্বোচ্চ মানের উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। আয়োজিত সেমিনারে উপস্থিত আলোচকেরা

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার বর্তমান অবস্থা ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতি প্রসার জনসচেতনতা সৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা