সর্বশেষ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত ৩১ মে পর

নিউজ ডেস্ক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান কর্মচারী আন্দোলনের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে ৩১ মে’র পর। ওই দিন জাপান সফর শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর এ বিষয়ে তাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব—এমনটাই জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও উচ্চ পর্যায়ের সরকারি কমিটির প্রধান এ এস এম সালেহ আহমদ।

বুধবার (২৮ মে) সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কর্মচারী আন্দোলন প্রসঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার ফেরার পর পর্যন্ত। তাকে বিষয়টি জানানো হবে, তারপরই পরবর্তী সিদ্ধান্ত আসবে।”

সরকারের সাত সচিবের সমন্বয়ে গঠিত কমিটির প্রধান সালেহ আহমদ আন্দোলনরত কর্মচারীদের আপাতত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। তবে আন্দোলন স্থগিত রাখা হবে কিনা, সে বিষয়ে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম জানিয়েছে, তারা অভ্যন্তরীণ আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপরই দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তারা এর বিরুদ্ধে আন্দোলনে নামেন। এতে গত চার দিন ধরে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

উল্লেখ্য, গতকাল (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে জাপানের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি চারদিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

সরকারি চাকরি সংশোধনী ইস্যুতে কী সিদ্ধান্ত আসে সেটি নির্ভর করছে ৩১ মে’র পর প্রধান উপদেষ্টার মতামতের ওপর। এখন সবার নজর সেই দিকেই।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা