প্রতিশ্রুতি, বিনিয়াগ ও সেবা দান দ্বারা, সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদশ গড়া-এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক জয়পুরহাট-এর সহায়তায় জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুনর নেতৃত্বে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভার আয়াজন করা হয়।
র্যালিটি সিভিল সার্জন অফিস হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। ব্র্যাকের আর্থিক ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সহায়তায় জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সম্মলন কক্ষে এক পলিসি ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. ফয়সাল, মো. আল জুবায়েরর সঞ্চালনায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের সাবেক পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, বিএমএ জয়পুরহাট জেলা সভাপতি ডা. এস এম আবুল কালাম, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, আরএমও ডা. শহীদ হোসাইন, বক্ষব্যধি কনসালটেন্ট ডা. আমানুল্লাহ চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডা. সোহরাব হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. এস এম আব্দুল মইন।
সভায় জয়পুরহাট জেলার সকল উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমওডিসি, জয়পুরহাট জেলা কারাগারের চিকিৎসক, জেলার বিভিন্ন ক্লিনিকের গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
টিবি প্রোগ্রামার জয়পুরহাট জেলার অগ্রগতি বিষয় প্রাথমিক প্রেজেন্টেশন করেন ডিএসএমও ডা. বিজন সরকার, সিভিল সার্জন অফিস এবং ব্র্যাকের পক্ষ থেকে ব্র্যাকের টিবি কন্ট্রোল কর্মসূচির কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন করেন ব্র্যাকের টিবি কট্রাল প্রেজেন্টেশন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনুর রহমান।
টিবি প্রোগ্রামার জয়পুরহাট জেলার অগ্রগতি বিষয় প্রাথমিক প্রেজেন্টেশন করেন ডিএসএমও ডা. বিজন সরকার, সিভিল সার্জন অফিস এবং ব্র্যাকের পক্ষ থেকে ব্র্যাকের টিবি কন্ট্রোল কর্মসূচির কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন করেন ব্র্যাকের টিবি কট্রাল প্রেজেন্টেশন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনুর রহমান।


