সর্বশেষ

বাঁশখালীতে ডাকাতিসহ নাশকতা মামলার ৪ আসামী গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে তিনটি ডাকাতি মামলার এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীসহ চারজন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে অভিযান পরিচালনা করে উপজেলার সাধনপুর ইউনিয়ন থেকে তিনটি ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ ফোরকান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামী মোঃ ফোরকান সাধনপুর ইউনিয়নের দুয়ারী পাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিউর রহমানের পুত্র।

ওইদিন রাত দুই ঘটিকার সময় পৃথক আরেক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় গ্রেফতার আসামীরা হলেন, বাহারছড়া ইউপির চাঁপাছড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়ের এর পুত্র মামনুর রশিদ (৩৮), কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের নাথপাড়া এলাকার মৃত গিরেন্দ্র নাথের পুত্র পংকজ নাথ (৩৩) এবং শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজার ৮ নম্বর ওয়ার্ডের মৃত রৌশন আলীর পুত্র নজরুল ইসলাম প্রকাশ পেডাইন্ন্যা (৪১)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশের বিশেষ টিম। গ্রেফতার আসামীদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা