সর্বশেষ

‘জনতার সামনে’ অনুষ্ঠান নিয়ে বিটিভির অনুষ্ঠান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ

ডিসিবি নিউজ ডেস্ক:

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মিত ও সম্প্রচারিত ‘জনতার সামনে’ নামক একটি অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থী বিষয়বস্তু উপস্থাপনের অভিযোগে বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গতকাল (রোববার) মন্ত্রণালয় থেকে পাঠানো ওই কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানে এমন কিছু উপস্থাপন করা হয়েছে, যা সরকার ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানটি প্রচারের জন্য দৈনিক অনুষ্ঠানসূচিতে অনুষ্ঠান নির্বাহী হিসেবে বেগম মাহবুবা ফেরদৌসের অনুমোদন ছিল। তাই এ ঘটনায় তার দায়িত্বহীনতা রয়েছে বলে সরকার মনে করে।

এ বিষয়ে নোটিশে মাহবুবা ফেরদৌসকে উদ্দেশ করে বলা হয়, “আপনার এ ধরনের দায়িত্বহীন আচরণ সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।”

তবে এ ঘটনায় বেগম মাহবুবা ফেরদৌস বা বিটিভি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা