নিউজ ডেস্ক : বাংলাদেশ আগামী জুন মাসের মধ্যে বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে আরও ৩৫০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এ ঋণ আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার বিষয়ে আইএমএফের সঙ্গে কয়েক মাসের আলোচনা সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় আইএমএফ চলমান ৪৭০ কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে সম্মত হয়েছে।
গভর্নর মনসুর বলেন, “বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর এখন উপযুক্ত সময়। প্রবাসী আয় ভালো, রিজার্ভ স্থিতিশীল এবং লেনদেন ভারসাম্য উন্নত হওয়ায় বিনিময় হার নমনীয় করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকেই।”
তিনি আরও বলেন, “আগামী জুনের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে, যা দেশের অর্থনীতির স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।”
বিশ্লেষকদের মতে, বাজারভিত্তিক বিনিময় হার চালুর ফলে রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ বাড়বে এবং আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে। তবে এক্ষেত্রে সতর্ক নজরদারির প্রয়োজন থাকবে বলেও মত দিয়েছেন অর্থনীতিবিদরা। এ পদক্ষেপকে আইএমএফের সংস্কারশর্ত পূরণের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।