গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাউজান উপজেলার উরকিরচর এলাকার মোহাম্মদ শফির ছেলে। শফিউল আজম প্রকাশ রিয়াজ (৩৪) ও একই এলাকার গোলাম শরীফের ছেলে সাজেদ শরীফ প্রকাশ শাকিল (৩৫) ।
৬ এপ্রিল (রবিবার) রাত ৮টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম সেবা কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাউজান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে এসআই(নিঃ)/সাইফুল আলম সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালিন রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব উরকিরচর সরদার আলী মুন্সীর বাড়ী হতে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি স্টিলের ছোরা, ৩টি দামা, ১টি কিরিচ, ১টি প্লাস্টিকের বক্সে রক্ষিত ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। একই এসআই (নিঃ) সাইফুল আলম বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র-কার্তুজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে থানায় একটি এজাহার দায়ের করেন। আরো উল্লেখ করা হয় ধৃত আসামী মোঃ সাজেদ শরীফ ওরফে শাকিল (৩৫) এর বিরুদ্ধে সিএমপির বায়োজিদ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি, চান্দগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।


