সর্বশেষ

সরকারি চাকরি অধ্যাদেশে অপপ্রয়োগের সুযোগ, তবে সরকার সচেতন: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

নিউজ ডেস্ক : সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ নিয়ে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্বেগের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ থাকলেও সরকার এ বিষয়ে সচেতন এবং তা যাতে না ঘটে, তা নিশ্চিত করা হবে।

রোববার (১ জুন) সচিবালয়ে স্মারকলিপি গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সরকার অধ্যাদেশের সমস্যাসংকুল ধারাগুলো সম্পর্কে অবগত। আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের মধ্যেও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “সচিবালয়ের কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে এবং কাজের স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” এর আগে সকাল ১১টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন হাজারো সরকারি কর্মকর্তা-কর্মচারী। তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং পরে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভকারীরা জানান, নতুন অধ্যাদেশের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজে শাস্তি প্রদান এবং চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা রাখা হয়েছে, যা অসাংবিধানিক এবং দমনমূলক। তারা এ সময় নিবর্তনমূলক ধারা সম্পূর্ণভাবে বাতিলের দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তীতে তা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা