বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাক নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
বিবৃতিতে বলা হয়, ব্যাংকের বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ বিষয়ে আলোচনা হলেও এ নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কোনো সার্কুলারও জারি করা হয়নি।
তবে এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার বিষয়টি মিডিয়ায় প্রকাশ হলে তা বিদেশে অবস্থানরত গভর্নরের দৃষ্টিগোচর হয়। তিনি এতে ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশে তাৎক্ষণিকভাবে নির্দেশনাটি প্রত্যাহার করা হয়।
এর আগে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ একটি নির্দেশনা জারি করে, যেখানে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, হিজাব এবং শালীন পোশাক পরার কথা বলা হয়। ছোট হাতার, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছিল। পুরুষদের জন্য ফরমাল শার্ট ও প্যান্ট বাধ্যতামূলক করা হয়, নিষিদ্ধ করা হয় জিনস ও গ্যাবার্ডিন।
নির্দেশনায় বলা হয়েছিল, এ পোশাক বিধি লঙ্ঘন করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর থেকেই তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন। সমালোচনার পরিপ্রেক্ষিতেই নির্দেশনাটি প্রত্যাহার করা হলো।


