সর্বশেষ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডিসিবি নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, শোক দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতের স্মরণে পালন করা হবে নানা কর্মসূচি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ছাদে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল, ফলে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়।

প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দগ্ধ ও আহত অবস্থায় অন্তত ২৫ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামরিক ও বেসামরিক উভয় মহল থেকেই এই দুর্ঘটনা নিয়ে তদন্তের দাবি উঠেছে। ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। সরকার নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা