কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যববসায়িকে অপহরণ করে পাঁচ লখ টাকা চাঁদা দাবীর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে আবদুর সবুর (৫০) নামের একজন গ্রেপ্তার করেছেন বোয়ালখালী থানা পুলিশ। তিনি পোপাদিয়া নয়াহাট এলাকার মৃত মোঃ ইসমাইলের এ ছেলে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়িকে তুলে নিয়ে চাাঁদা দাবীর এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে পোপাদিয় নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
এ ঘটনায় বোয়ালখালী থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ গিয়াস উদ্দিন(৩২)। মামলায় আরো অজ্ঞাত ৭জনকে আসামী করা হয়েছে। বাদী মোঃ গিয়াস উদ্দিন রাউজান উপজেলার রহমত পাড়া এলাকার মোঃ পড়ে হানিফের ছেলে। তিনি বোয়ালখালীর খরণদ্বীপ এলাকার বিজন বিবি স্কুলের পাশে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
বোয়ালখালী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শিব বাড়ীর সামনের রাস্তা থেকে মোঃ গিয়াস উদ্দিন(৩২) কে পূর্ব শত্রুতার জের ধরে কানুনগোপাড়া থেকে নোয়াহাট মোটর সাইকেল যোগে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়ির গতিরোধ করে অর্তকিতভাবে তাকে মারধর করে তার পকেটে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নেয়। পরে জোর পূর্বক তাকে তাদের মোটর সাইকেলে তুলে পোপাদিয়া ইউনিয়নের গুরুস্থানের টেকে নামক স্থানে প্রধান আসামী বখতিয়ারে বসত ঘরের ভেতর নিয়ে যায়। ঘরের ভেতর নিয়ে গিয়ে অপহরণকারীরা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন এবং ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করেন।
এলাকার লোকজন ও আইন শৃংখলা বাহিণীর তৎপরতার কারণে তাকে অভিযুক্তরা রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। পরে তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।


