সর্বশেষ

চোরাইকৃত স্বর্ণসহ বাঁশখালীতে চোর চক্রের সদস্য মানিক গ্রেফতার

শিব্বির আহমদ রানা,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চুরি হওয়া একটি স্বর্ণের চেইন ও একটি রুপার চেইনসহ চোর চক্রের সক্রিয় এক সদস্যকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে এসআই জামাল হোসেন এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চুরির মামলার আসামী মোঃ হোসেন প্রকাশ মানিক (২২) সে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার জাকের আহমদের পুত্র।

শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘মানিকের বিরোদ্ধে এলাকায় পানির মোটর, মসজিদের মাইকের ও গাড়ীর ব্যাটারীসহ বিভিন্ন চুরির অভিযোগ আছে। সম্প্রতি এলাকায় একটি মোটর চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে এলাকার লোকজন ধরে পুলিশে দেয়। এ সময় তার থেকে চোরাইকৃত স্বর্ণ ও রুপার চেইন উদ্ধার করে পুলিশ।’

পুলিশ সূত্রে জানা যায়, ‘মানিক তার খালাতো ভাইয়ের বাড়ি থেকে একটি স্বর্ণের চেইন ও একটি রুপার চেইন চুরি করার কথা স্বীকার করে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। সে এলাকায় বিভিন্ন চুরিকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘চুরির সাথে জড়িত মোঃ হোসেন প্রকাশ মানিক নামে এক আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় স্বর্ণ ও রুপার চেইন উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা