সর্বশেষ

সন্ত্রাস-অপরাধ দমনে আজ থেকে চিরুনি অভিযান শুরু : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসিবি নিউজ ডেস্ক:

দেশে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় চিহ্নিত অপরাধীদের ধরতে এখন থেকে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে মাঠে নামানো হচ্ছে।” অভিযানের সময়সূচি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সোজাসাপ্টা বলেন, “অভিযান এখন থেকেই শুরু হয়েছে।”

তিনি এ ধরনের কার্যক্রমে সাধারণ জনগণ, স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। “জনগণের সহায়তা ছাড়া কোনো অভিযান সফল হয় না। তাই সবাইকে সম্পৃক্ত হতে হবে,” বলেন তিনি।

বিশেষজ্ঞ মহল মনে করছে, সরকারের এই উদ্যোগ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে নাগরিক জীবনে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা