নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। শুক্রবার সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ড. ইউনূসকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়, যার আওতায় জাপান ঢাকা সরকারকে মোট ১.০৬৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা ও অনুদান দেবে।
এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে ব্যয় হবে। পাশাপাশি, জয়দেবপুর-ঈশ্বরদী রুটে ডুয়েল-গেজ ডাবল রেলপথ নির্মাণে জাপান ৬৪১ মিলিয়ন ডলার সহায়তা দেবে। বৃত্তি খাতে অনুদান হিসেবে বরাদ্দ রাখা হয়েছে আরও ৪.২ মিলিয়ন ডলার।
আজই প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরো-এর সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন, যেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা হবে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টোকিওর শোকা ইউনিভার্সিটি থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও, তিনি বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
এর আগে, ১৫ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এই সফরের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মোঃ নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনব্যাপী সফর শেষে আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।