তথ্য জানার অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর বিধান অনুযায়ী কমিশনটি গঠিত হবে। এতে একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার থাকবেন। কমিশনের তিন সদস্যের মধ্যে কমপক্ষে একজন নারী কমিশনার থাকাও বাধ্যতামূলক।
তথ্য কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যা জনগণের তথ্য জানার অধিকার রক্ষা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করে।
নতুন কমিশন গঠনের মাধ্যমে তথ্য অধিকার বাস্তবায়নের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।


