সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন

ডিসিভি নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস-এর সময়সূচিতে পরীক্ষামূলক পরিবর্তন এনেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধা, সময়ানুবর্তিতা ও পরিচালন দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন), চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এই ট্রেনটি আগে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যেত। এখন থেকে তা ভোর ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছাড়বে।

প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন), কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এই ট্রেনটি এতদিন সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যেত। এখন তা সকাল ১০টায় কক্সবাজার স্টেশন ত্যাগ করবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে সময়সূচি সংশোধন করা হয়েছে।

সৈকত এক্সপ্রেস থামবে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে। প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চালু হয়। তখন ঢাকা-কক্সবাজার বিরতিহীন আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস চালু করা হয়। পরবর্তীতে পর্যটক এক্সপ্রেস যুক্ত হয়। চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেন না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরপর ২০২৪ সালের ৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু করা হলেও ইঞ্জিন ও কোচ সংকটে তা ৩০ মে বন্ধ করা হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পুনরায় ১২ জুন ট্রেন চালু করা হয়। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস চালু হয়।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বর্তমানে চারটি আন্তনগর ট্রেন চলাচল করছে এর মধ্যে দুইটি ঢাকা-কক্সবাজার এবং দুইটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে।বাংলাদেশ রেলওয়ে আশা করছে, নতুন সময়সূচির ফলে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা