সর্বশেষ

ইসি কর্তৃক ৭১ জন নির্বাচন কর্মকর্তার বদলি, আদেশ কার্যকর ৩ আগস্টের মধ্যে

ডিসিবি নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে আগামী ৪ আগস্ট তারিখে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। তবে এর বাইরে কিছু দপ্তরে পদায়নও করা হয়েছে। এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে প্রশাসনিক গতিশীলতা ও নির্বাচনি কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতেই এই রদবদল করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা