সর্বশেষ

জয়পুরহাটে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি
আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর জাকস ফাউন্ডেশনের হল রুমে জয়পুরহাট ডেভলপমেন্ট ফোরামের  আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট ডেভলপমেন্ট ফোরামের আহবায়ক নুর-ই আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলী, জয়পুরহাট সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, এফবিসিসিআই এর পরিচালক ডা: মাহবুব হাফিজ, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশিদ, জয়পুরহাট শহর বিএনপি’র সভাপতি আমিনুল হক বকুল, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ ১৯ টি উন্নয়ন প্রকল্প জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট পেশ করা হয়।
 প্রধান অতিথি জেলা প্রশাসক এসব উন্নয়ন প্রকল্প পরিকল্পনা নিয়ে তিনি বলেন, জেলার মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসক হিসেবে সব ধরনের কাজ করে যাব। প্রকল্প গুলোর বিষয়ে সম্মিলিত ভাবে জায়গার পজিশন নির্ধারণ করে দেওয়ার কথা বলেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব উন্নয়ন কার্যক্রম পাঠানো হয়েছে। সরকারের বিবেচনার জন্য আশা করছি, আপনাদের এসব দাবির সাথে একমত হয়ে এ সব কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি বেসরকারি সব শ্রেনীপেশা নাগরিকের  সহযোগিতা পেলে প্রকল্প গুলো আলোর মুখ দেখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করছি ।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা