সর্বশেষ

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন

ডিসিবি নিউজ ডেস্ক:

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতের কাছে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামুন বলেন, “জুলাই-আগস্টে আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে যে হত্যা-গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে আদালতে সত্য তুলে ধরতে চাই।” ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচার শুরু হলো। ট্রাইব্যুনাল আগামী ৩ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করবে। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে ইচ্ছুক হওয়ায় মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালতের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেন। এই বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আদালত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা