মোঃ এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরহাট বাজারের দক্ষিণ দিকে আবুল কাসেমের তেলের দেকান, মো: বেলালের ফুলের দেকান, মে: ইদ্রিছের মুদির দোকান, মো: ইলিয়াছের বাই সাইকেল দোকান, অসিম দত্তের হার্টওয়াট দোকান ও মো: সেলিমের মোবাইলের দোকান আগুনে পুড়ে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনের সূত্রপাত জানা যায়নি। স্থানীয় ব্যবসায়ী নাজিম উদ্দিন বাচ্ছু বলেন, আগুন লাগার পর আশ-পাশের ব্যবসায়ী ও পথচারীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে দোকানগুলো পুড়ে যায়। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী উক্ত বাজারে আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্টান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।


