শ্রীলঙ্কা সফর শেষে এবার ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামী রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। সিরিজের বাকি দুটি ম্যাচও একই ভেন্যুতে হবে ২২ ও ২৪ জুলাই।
অনলাইনে টিকিট কিনে সরাসরি মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। পূর্ব গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, আর ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে বসে যারা খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।
টিভিতে সম্প্রচার : টি-স্পোর্টস, নাগরিক টিভি।
অনলাইন স্ট্রিমিংয়ে : টি-স্পোর্টস অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ।
আন্তর্জাতিক সম্প্রচার : পাকিস্তানে : এ স্পোর্টস ও টেন স্পোর্টস।
উত্তর আমেরিকায় : উইলো টিভি।
আফ্রিকায় : সুপারস্পোর্ট।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় : ক্রিকবাজ।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম : তামাশা।
লাইভ আপডেট : ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও স্কোর আপডেট জানতে চোখ রাখতে পারেন দৈনিক ইত্তেফাক ওয়েবসাইটে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। হাইভোল্টেজ এই লড়াইয়ে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনতে মরিয়া টাইগাররা।


