দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফেরার সুযোগ পেলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ গত নভেম্বরে তাকে ক্রিকেট মাঠে দেখা গিয়েছিল। এরপর ব্যক্তিগত ও নানা কারণে খেলাধুলার বাইরে ছিলেন তিনি। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর দল লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি দুবাইয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে দেখা গিয়েছিল সাকিবকে, যা তার ফেরার ইঙ্গিত দিচ্ছিল অনেকটা আগেই। তবে কোথায় ফিরবেন, তা ছিল অনিশ্চিত। সেই প্রশ্নের উত্তর মিলেছে এবার পিএসএলে খেলবেন তিনি।
পিএসএলে এটি সাকিবের প্রথম উপস্থিতি নয়। এর আগে তিনি করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮টি উইকেট।
পিএসএলের চলমান আসরের শেষ দিকে এসে সাকিবের সঙ্গে যোগাযোগ করে লাহোর কালান্দার্স, যার নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি। সাকিবও সম্মতি জানান, ফলে চুক্তির প্রক্রিয়া শুরু হয়। তবে এখনো রয়েছে একটি আনুষ্ঠানিক ধাপ—বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) অনুমতি। এখনো পর্যন্ত সাকিব বিসিবির কাছে অনাপত্তিপত্র (NOC) চেয়ে আবেদন করেননি।
উল্লেখ্য, গত ৮ মে পাকিস্তানে একটি ড্রোন হামলার ঘটনার পর স্থগিত করা হয়েছিল পিএসএল। ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশ। পিএসএলে বিদেশি ক্রিকেটার সংকট দেখা দেওয়ায় অনেক দলে বদলি খেলোয়াড় নিতে হচ্ছে। সেই সুযোগেই সাকিব পেলেন লাহোর কালান্দার্সের হয়ে খেলার ডাক।
বিসিবি থেকে অনাপত্তিপত্র পেলে আগামী শনিবারই মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। এই দিন থেকেই শুরু হবে টুর্নামেন্টের বাকি ৮টি ম্যাচ, যার মধ্যে রয়েছে লিগ পর্ব ও প্লে-অফ পর্বের খেলা। সাকিবের মাঠে ফেরা শুধু তার ভক্তদের জন্য নয়, বরং পুরো ক্রিকেটবিশ্বের জন্যই একটি বড় খবর। এখন চোখ বিসিবির সিদ্ধান্তের দিকে।