চট্টগ্রামের হালিশহর এলাকায় গুদাম-বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সবশেষ রাত ৮টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম থেকে এক অপারেটর জানান, রাত ৭টা ২৫ মিনিটের দিকে খবর পাই। এরপর এক এক করে আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, সাত তলা একটি ভ্রমণের পাঁচ তলায় এই আগুনে সূত্রপাত ঘটে। ওই ভবনের নিচে ক্যারেটের গুদাম রয়েছে। কিভাবে আগুন লেগেছে এখনো ঠিক জানা যায়নি।