উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, গাউছুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)-এর একমাত্র নাতী, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী আর নেই।
বুধবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। রাত সাড়ে ৯টায় মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে তাঁর পিতা সুফি সাধক সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারির কবরের পাশে সমাহিত করা হয়।
জানাজার পূর্বে মরহুমের দুই পুত্র নায়েব সাজ্জাদানশীন বড় শাহাজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (মা.) এবং ছোট শাহাজাদা ডা. সৈয়দ হাসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি বক্তব্য রাখেন। এছাড়া দরবারের অন্যান্য আওলাদ, গন্যমান্য ব্যক্তি ও অসংখ্য আশেক-ভক্তরা জানাজায় অংশগ্রহণ করেন।
ডা. সৈয়দ দিদারুল হক ছিলেন সুফিবাদী তরিকতের একজন নিবেদিতপ্রাণ সাধক ও সমাজসেবক। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। ইতোমধ্যে তিন ভাই মৃত্যুবরণ করেছেন। জীবিত আছেন তাঁর দুই ভাই গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি (মা.) ও সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী।
মরহুমের ইন্তেকালে মাইজভান্ডারী তরিকত ও আধ্যাত্মিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগণ, আওলাদগণ এবং ভক্তরা।
এছাড়া শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এবং ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।


