সর্বশেষ

ব্রেড-এর মাধ্যমে খুলনার ইডসেপ প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সম্প্রতি বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে এবং গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন ইউএস-এর সহযোগিতায় খুলনার ইডসেপ প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্রেড’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক হোমায়ারা ইয়াসমিন পিয়া।

আরো উপস্থিত ছিলেন সিসিএলপি ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ-্এর সভাপতি কেসি বিশ্বাস, তেজসী নারী উন্নয়ন সংস্থা, খুলনা-এর নির্বাহী পরিচালক ফলিয়া সাধনা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইডসেপ প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপ্যাল মাহনুরা রোখসার ইলাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা