সর্বশেষ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অভিভাবকসহ জেলার প্রায় দুইশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন, বেসরকারি কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সুফিয়া সুলতানা,  আল হেরা একাডেমীর পরিচালক সুলতান মোঃ শামসুজ্জামান, আইডিয়াল কিন্ডাগার্টেনের পরিচালক শামিম হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকিউল ইসলাম, বেস্ট ওয়ে কিন্ডার গার্টেনের পরিচালক রমজান আলী প্রমুখ। পরে জেলা প্রশাসকের নিকট দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাই তারা যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে এটাই সরকারের কাছে আমাদের দাবি। অবিলম্বে এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন তারা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা