সর্বশেষ

মহেশখালীতে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

মহেশখালীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্বাস (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২রা নভেম্বর বিকালে এসআই সুমিত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্বাসকে গ্রেফতার করে। তিনি কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গ্রেফতারকৃত মোঃ আব্বাস ফকিরজুম পাড়ার বাসিন্দা মোঃ আমিনের ছেলে ও মৃত্যু নুরজাহানের সন্তান।

মহেশখালী থানার ওসি (তদন্ত) জানান, মোঃ আব্বাস নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, পুলিশ বলছে- এ ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা