সর্বশেষ

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ‎ফটিকছড়িতে পুকুরে ডুবে ১৮মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরহাম। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের তোফায়েল আহমেদ সুফির বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আরহাম ওই এলাকার জনৈক মোঃ ফোরকান উদ্দিনের একমাত্র পুত্র সন্তান। শিশু আরহাম শুক্রবার সকালে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা