২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় চমকপ্রদ রূপে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। ফ্যাশনে বরাবরের মতোই সাহসী উর্বশী এদিন চোখে নীল রঙের আইশ্যাডো, নাটকীয় হেয়ারস্টাইল ও ক্রিস্টালের হেয়ারব্যান্ড পরে সবার নজর কাড়েন। অফ-শোল্ডার গাউনে নানা রঙের মিশ্রণ এবং মানানসই দুলে তিনি উপস্থিত ছিলেন কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশেষ চমক ছিল তার হাতে থাকা প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ ব্যাগ।
তবে তার এই সাজসজ্জা যে সকলের মন জয় করতে পারেনি, তা স্পষ্ট। অনলাইনে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি পাওয়া যাচ্ছে। অনেকেই তার এই ফ্যাশন স্টেটমেন্টকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ রীতিমতো কটাক্ষ করে লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো।’ এমনকি কেউ কেউ তাকে ‘এআই’ বলেও বিদ্রুপ করেছেন।
সম্প্রতি একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়া উর্বশীর জন্য সময়টা ভালো যাচ্ছে না বলেই মত নেটিজেনদের একাংশের। এবার কান ফেস্টিভালে নিজেকে ভিন্ন রূপে তুলে ধরলেও তা যেন হিতে বিপরীতই হয়েছে।
এদিকে, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব বসেছে ফ্রান্সের ঐতিহ্যবাহী কান শহরে। বিশ্বের নানা প্রান্ত থেকে সিনেমা প্রেমীরা জড়ো হয়েছেন সেখানে। ভারত থেকেও এবার অংশ নিচ্ছেন একঝাঁক তারকা প্রথমবারের মতো হাজির হচ্ছেন আলিয়া ভাট। থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ান। লাপাতা লেডিস খ্যাত অভিনেত্রী নিতানশি গোয়েলও থাকছেন এবারের উৎসবে।
উর্বশীর রূপসজ্জা নিয়ে যতই আলোচনা-সমালোচনা চলুক, কান উৎসবের এই রঙিন আবহে বলিউড তারকাদের উপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক গর্বের মুহূর্ত।