সর্বশেষ

কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়, সংস্কার নয় : নাহিদ ইসলাম

ডিসিবি নিউজ ডেস্ক:

“সংস্কার নয়, কিছু রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চায়” এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কার ছাড়া শুধু নির্বাচন দিয়ে মানুষের প্রকৃত পরিবর্তন আসবে না।”

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে অনুষ্ঠিত জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তাদের কাছে দেশের কাঠামোগত সংস্কার গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যারা জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, আমাদের দায়বদ্ধতা আছে। ঝড়-বৃষ্টি যা-ই হোক, রাজপথের লড়াই থামানো যাবে না।”

চাঁদাবাজদের দৌরাত্ম্যে ব্যবসায়ীদের দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “ঢাকায় সম্প্রতি এক ব্যবসায়ীকে দখলদারত্বের দ্বন্দ্বে পাথর মেরে হত্যা করা হয়েছে। এটি এক বীভৎস ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছে। তারা জোর করে ১৬ বছর ক্ষমতায় ছিল। গুম, খুন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ মানুষ যা কিছু সহ্য করেছে, তার সবই করেছে সেই সরকার। তিনবার মানুষ ভোট দিতে পারেনি। এসব নির্যাতনের কারণে জনরোষ রাজপথে বিস্ফোরিত হয়।”

তিনি আরও বলেন, “আমরা সেই অভ্যুত্থানের পরপরই বলেছি, কেবল সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কার প্রয়োজন। পুরনো শোষণমূলক ব্যবস্থায় ফিরে যেতে চাই না। বৈষম্যের অবসানই আমাদের আন্দোলনের মূল দাবি।”

আন্দোলনের ফসল হিসেবে নতুন সরকার প্রতিষ্ঠার পর সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সরকার পেয়েছি, সেটিকে সহযোগিতা করাই এখন সকলের দায়িত্ব। একসঙ্গে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা