অভিনয় থেকে অনেকটা দূরে বলিউড তারকা প্রীতি জিনতা। দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও, সময় সময় খবরের শিরোনামে উঠে আসেন ‘কাল হো না হো’ খ্যাত এই অভিনেত্রী। এবার নিজের জীবনের এক মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক ভক্তের আবেগঘন মন্তব্যের জবাবে নিজের প্রথম প্রেমিকের মৃত্যু প্রসঙ্গে মুখ খোলেন প্রীতি। এক ভক্ত লেখেন, “ম্যাম, আমি আপনার ‘কাল হো না হো’ সিনেমা যতবার দেখি, ততবার শিশুর মতো কাঁদতে থাকি। আপনি ন্যায়না চরিত্রে অসাধারণ ছিলেন। এই সিনেমা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসাকে অনেক সময় দূরে যেতে দিতে হয়।”
জবাবে প্রীতি লেখেন, “হ্যাঁ, আমিও যখন এটা দেখি তখন কেঁদে ফেলি। আমরা শুটিংয়ের সময়ও কেঁদেছি। আমার প্রথম ভালোবাসা (প্রেমিক) গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাই এই সিনেমা আমাকে সবসময়ই অন্যভাবে আঘাত করে। সিনেমার অনেক দৃশ্যেই আমরা স্বাভাবিকভাবে কেঁদেছিলাম। আমানের মৃত্যুর দৃশ্যের সময় ক্যামেরার সামনেও, পেছনেও কান্না ছিল সত্যিকারের।”
২০০৩ সালের ২৮ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘কাল হো না হো’। সিনেমাটিতে শাহরুখ খান, সাইফ আলী খান এবং প্রীতি জিনতা অভিনয় করেন প্রধান চরিত্রে। নিখিল আদভানির পরিচালনায় এই চলচ্চিত্র আজও বলিউডের অন্যতম আবেগঘন রোমান্টিক ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
ব্যক্তিজীবনে বর্তমানে প্রীতি স্থিতিশীল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর মার্কিন নাগরিক জিন গুডএনাফকে বিয়ে করেন তিনি। এই দম্পতি সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের বাবা-মা হয়েছেন।
রুপালি পর্দায় প্রীতিকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায়। তবে ভক্তদের জন্য রয়েছে সুখবর দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন প্রীতি। এবার ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে, সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ মে।
ভক্তদের ভালোবাসা এবং স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা প্রীতি জিনতা তার ব্যক্তিজীবনের বেদনাদায়ক স্মৃতিগুলোর মধ্যেও এক সাহসী ও সজীব নারী হিসেবে আজও অনুপ্রেরণা হয়ে থাকেন।