সর্বশেষ

নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় জনসমাবেশ, পরিবারতন্ত্র ভাঙার ডাক

ডিসিবি নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নারায়ণগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছে। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের যে লড়াই আমরা শুরু করেছি, তা এখনো শেষ হয়নি।”

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এই পথসভায় নাহিদ ইসলাম নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “এই শহরেই পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র একাকার হয়ে গেছে। কয়েকটি পরিবার বছরের পর বছর ধরে রাজনীতি, ব্যবসা ও অর্থনীতি কুক্ষিগত করে রেখেছে। এই নিষ্ঠুর ব্যবস্থাকে ভেঙে ফেলাই আমাদের আন্দোলনের লক্ষ্য।”

তিনি আরও অভিযোগ করেন, “নারায়ণগঞ্জে জনগণের ওপর বছরের পর বছর ধরে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আর সেই পুরোনো খেলার অংশ হব না। আমরা রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছি এখন সময় নিয়ম বদলানোর, কিন্তু সেই নিয়ম আজও বদলায়নি।”

এনসিপির পথসভা ঘিরে হামলার অভিযোগও তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “গতরাতে কলেজরোডে আমাদের পদযাত্রার তোরণে আগুন দেওয়া হয়েছে। এ হামলার উদ্দেশ্য স্পষ্ট মানুষকে ভয় দেখানো এবং আমাদের কর্মসূচি বানচাল করা। কিন্তু জনগণ ভয় পায় না, আমরাও ভয় পাই না।”

আওয়ামী লীগের রাজনীতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে একের পর এক খুন হয়েছে। শহীদ পরিবারগুলোর বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মামলার বাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আবারও নারায়ণগঞ্জে মাফিয়াতন্ত্রকে পুনর্বাসন করা হচ্ছে। এমনকি আমাদের নারী কর্মীদের বাসায় গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কখনোই হুমকিতে ভয় পাইনি, এবারও ভয় পাব না।”

এই পথসভায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোকজন অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের দাবি, নারায়ণগঞ্জ থেকেই মাফিয়াতন্ত্রবিরোধী নতুন রাজনৈতিক জাগরণের সূচনা হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা