সর্বশেষ

৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার, সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজের আহ্বান তারেক রহমানের 

ডিসিভি নিউজ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে টেকসই ও শক্তিশালী করতে হলে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা গড়ে তুলতে হবে। দেশে জবাবদিহি প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সরকার গঠন করতে পারলে তার বাস্তবায়ন করা হবে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ৩ হাজার ১১৭ জন কাউন্সিলর ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এ উত্তরাধিকারকে ধরে রেখে গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রায়ই গণতন্ত্রের কথা বললেও নিজেদের ভেতরে সেটি চর্চা করে না বলে সমালোচনা হয়। তবে ড্যাবের কাউন্সিল প্রমাণ করে যে দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা সম্ভব।

গত বছরের ৫ আগস্টের ঘটনার পর মানুষ স্বস্তি অনুভব করেছে উল্লেখ করে তিনি বলেন, “একদিনে সব ভালো হয়ে যাবে না, তবে পরিবর্তনের সূচনা করতে হবে।” দেশ গড়তে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা