সর্বশেষ

রাউজানের প্রবাসী ব্যবসায়ীর উদ্যোগে অবহেলিত এলাকায় ৫০০ মিটার সড়ক পুনঃনির্মাণ শুরু

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে অবহেলিত এলাকায় ব্যক্তি উদ্যোগে সর্বসাধারণের চলাচলের জন্য ৫০০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই উদ্যোগ নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও সমাজহিতৈষী হাজী মুহাম্মদ একরাম জুনু।

উরকিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করম আলী হাজীর বাড়ি সংলগ্ন হাজী সুলতান আহমেদ সড়কটি বহু বছর ধরে হালদা নদীর জোয়ারের পানিতে তলিয়ে যেত। কখনও হাঁটুপানি, আবার কখনও কোমরপানি জমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এতে করে স্থানীয়দের ভোগান্তির অন্ত ছিল না।

রাস্তাটির শেষ প্রান্তে অবস্থিত আকবর আলী চৌধুরী জামে মসজিদে আশপাশের পাঁচটি গ্রামের মুসল্লিরা নিয়মিত যাতায়াত করেন। জোয়ারের সময় মসজিদে যাতায়াত যেমন কঠিন হয়ে পড়ত, তেমনি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারত না। রাস্তাটি ভাঙাচোরা থাকায় জরুরি অবস্থায় কোনো অ্যাম্বুলেন্সও ওই এলাকায় প্রবেশ করতে পারত না। বিগত সময়ে গ্রামবাসী বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ পায়নি। শেষ পর্যন্ত স্থানীয়দের অনুরোধে এগিয়ে আসেন হাজী সুলতান আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মুহাম্মদ একরাম জুনু।

৫০০ মিটার দৈর্ঘ্য, ১০ ফুট প্রস্থ ও ৩-৪ ফুট উচ্চতার আরসিসি সড়ক নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা, যা সম্পূর্ণভাবে অর্থায়ন করছেন প্রবাসী একরাম জুনু নিজে। গত ৩ নভেম্বর (সোমবার) স্থানীয় সামাজিক সংগঠন হিলফুল ফুজুল সংঘ ও হাজী সুলতান আহমেদ ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মুহাম্মদ একরাম জুনু।

সমাজের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ মাওলানা ইউসুফ খান মাসুম, মোঃ রফিকুল আলম, মোঃ দিদারুল আলম, হাজী মুহাম্মদ জাফর ও হাজী আবুল হাসেম। দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ হোসেন, প্রবাসী মোঃ দৌলত, মোঃ নাছির উদ্দিন, মোঃ ইব্রাহীম, মোঃ ফারুক, মোঃ আলমগীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘ কয়েক দশক পর রাস্তার উন্নয়নকাজ শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। অনেকে আনন্দের প্রকাশ হিসেবে একে অপরকে জিলাপি ও নিমকি খাইয়ে শুভেচ্ছা জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা