সর্বশেষ

অপারেশন ডেবিল হান্ট : বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১৪ ফেব্রুয়ারী দেড়টা থেকে তিনটা পর্যন্ত নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামীরা হলেন, বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার হারুনর রশিদের পুত্র মোঃ রুবেল (৩৪) একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্ননপুর এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র কোরবান আলী (৪২) ছনুয়া ইউনিয়নের খুদুকখালীর আবাখালী এলাকার মাহাবুবর রহমানের পুত্র মোঃ আব্দুল গফুর (৪৮)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরোদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা