মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকায় ধুরুং খাল ও ফকিরাচাঁন্দা নামক স্থানে হালদা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে । এতে খুশি হয়েছেন হাজার হাজার এলাকাবাসী । মঙ্গলবার ১১জানুয়ারি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী । পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী (হাটহাজারী) সোহাগ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ইউপি সদস্য আনোয়ার আজিম, মহিন উদ্দিন, এখলাছ ঝিনুক, ইউসুফ আরাফাত, তানজিম উদ্দীন । এ সময় বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, দৌলত মিয়া, নুরুল আবছার, ঠিকাদার মো. ফরিদ মাষ্টার, ঠিকাদার সম্রাটসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।