সর্বশেষ

শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি এনসিপির

ডিসিবি নিউজ ডেস্ক:

শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, “শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। প্রতীক পেতে আমাদের আইনি কোনো বাধা নেই। কিন্তু যদি কোনো বাধা তৈরি করা হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করব।”

রোববার (১৩ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের পক্ষে। নির্বাচনকালীন সরকার ইস্যু এবং ইসির নিরপেক্ষতা দুটিই গুরুত্বপূর্ণ। ইসি পুনর্গঠন নিয়ে আমাদের ‘প্ল্যান বি’ নেই। নির্বাচন সামনে রেখে ইসির কাঠামোগত সংস্কার জরুরি। প্রয়োজনে বর্তমান আইনে সংশোধন আনতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “ইসির অনেক কর্মকর্তা দলীয় স্বার্থে কাজ করছেন। তারা ব্যক্তি জায়গা থেকে নয়, বরং নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করছেন।”

এর আগে গত ২০ জুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি প্রতীকের জন্য ‘শাপলা’কে তাদের প্রথম পছন্দ হিসেবে চেয়েছিল।

তবে নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষিত প্রতীকের খসড়া তালিকায় নতুন ৪৬টি প্রতীক যুক্ত করলেও ‘শাপলা’ প্রতীকের জায়গা হয়নি। এনসিপির নেতারা এ সিদ্ধান্তকে প্রহসনমূলক ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা