সর্বশেষ

চট্টগ্রামে এনসিপি শ্রমিক উইংয়ের ৯০ সদস্যের নতুন কমিটি গঠিত

এস এম আরজু, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের ৯০ সদস্য বিশিষ্ট একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ফকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই নতুন কমিটিতে মহিউদ্দিন জ্বিলানীকে প্রধান সমন্বয়কারী এবং মন্সুর আজমকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটিতে আরও ১৬ জনকে যুগ্ম সমন্বয়কারী, ২০ জনকে সংগঠক এবং বাকিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটিকে ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করার পাশাপাশি পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কমিটি প্রকাশের সময় এনসিপি নেতৃবৃন্দ বলেন, “চট্টগ্রামের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা