সর্বশেষ

টায়ার জ্বালিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান, ভিডিও ভাইরাল চকরিয়ায়

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পেট্রল ঢেলে টায়ারে আগুন দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের কারও কারও মাথায় হেলমেট ছিল। যদিও মহাসড়কের অপর পাশে বাস চলাচল অব্যাহত ছিল, পুলিশি সাইরেন শোনার পরপরই বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ এবং ছাত্রলীগের কর্মী মোঃ সুমন, মোঃ ছোটন ও মোঃ বাপ্পি। বিক্ষোভের একটি ভিডিও এনামুল হক নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা হরতালের ডাক দিয়েছেন। আমরা সেই হরতালের সমর্থনে শান্তিপূর্ণভাবে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।”

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।”

সংশ্লিষ্টরা মনে করছেন, ক্ষমতাসীন দলের নিষিদ্ধ নেতাকর্মীদের এমন প্রকাশ্য কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। স্থানীয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ করছে বলে জানা গেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা