সর্বশেষ

গাজায় চলমান গণহত্যা নিয়ে মুখ বন্ধ রাখা মানেই অপরাধ : এরদোয়ান

ডিসিবি নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা ‘আইডিইএফ ২০২৫’-এর উদ্বোধনীতে তুর্কি প্রেসিডেন্টের বক্তব্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা নিয়ে নীরবতা পালনকারীদের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার মতে, যারা গাজায় ইসরায়েলের চালানো বর্বরতার বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকে, তারা এই মানবতাবিরোধী অপরাধে পরোক্ষভাবে সহঅপরাধী।

মঙ্গলবার (২২ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (IDEF 2025)-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রতি দুই বছর অন্তর আয়োজিত এ মেলাটি তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি ও রপ্তানিমুখী সামরিক সক্ষমতার বিশ্বমঞ্চে প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “গাজায় চলমান গণহত্যা আজ আর লুকানো কিছু নয়। বিশ্ববাসীর সামনে এটি স্পষ্ট। কিন্তু যারা এই ভয়াবহ বাস্তবতা জেনেও নীরব থাকে, তারা এই হত্যাকাণ্ডেরই অংশীদার।”

তিনি বলেন, “আমরা সবাইকে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। নিরীহ মানুষ, বিশেষ করে শিশুদের এই দুর্দশার শেষ হওয়া জরুরি। গাজায় দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি।”

গাজায় শিশুদের ওপর চলমান নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে এরদোয়ান বলেন, “গাজার শিশুদের দুর্দশা আমাদের জন্য কোনো দূরবর্তী ছবি নয়। তাদের কান্না আমাদের হৃদয়ে বাজে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

আইডিইএফ ২০২৫ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, “এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি আমাদের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার প্রতীক। আজ তুরস্ক নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতা দিয়ে বিশ্বে শক্ত অবস্থানে রয়েছে।”

তিনি যোগ করেন, “আমরা এমন প্রযুক্তি তৈরি করছি যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় মৌলিক ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য তুরস্ককে একটি বৈশ্বিক প্রতিরক্ষা শক্তিতে পরিণত করা।”

শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে এরদোয়ান বলেন, “এই অন্ধকার সময়ে কেউ নিরপেক্ষ থাকতে পারে না। আমরা সবাইকে মানবতার পক্ষে এবং নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

উল্লেখ্য, এই মন্তব্যগুলো এমন এক সময়ে এল, যখন গাজায় ইসরায়েলি অভিযানে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। খাদ্য ও ওষুধের অভাবে সেখানে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন এই অবস্থা অবসানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। তুরস্ক বরাবরই ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে, আর এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্য সেই অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরল।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা