সর্বশেষ

নিখোঁজের ১১দিন পর খালে মিললো যুবকের হাত-পা বাঁধা মরদেহ

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১১দিন পর হাত-পা বাঁধা অবস্থায় সন্তোষ কুমার নাথ (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল এলাকার লেলাং খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক ওই এলাকার সীমান্ত মহাজন বাড়ির পরিমল নাথের ছেলে। পেশায় রিকশাচালক সন্তোষ এক ছেলে ও এক মেয়ের জনক। স্থানীয় প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, রবিবার সকালে স্থানীয়রা খালের পানিতে মরদেহ ভাসতে দেখে আমাকে জানান। আমি থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী ঝর্না রানী নাথ জানান, গত ১০ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বিবিরহাটের উদ্দেশে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি সন্তোষ। পরে বিভিন্ন স্থানে খবরাখবর নিয়েও তার খোঁজ না পেয়ে ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

তার দাবি, বিবিরহাটে ব্যাটারিচালিত রিকশা বেচাকেনা নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । নিহতের পরিবারের দেওয়া সব তথ্য যাচাই করে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা