সর্বশেষ

সড়ক তুমি কার ?

এম ফয়সাল এলাহী

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা আগ্রাবাদ। বাণিজ্যিক অফিস এলাকা খ্যাত ভিআইপি এলাকায় ফুটপাতের ওপর অস্থায়ী দোকান বসানো হয়েছে। কোথাও কোথাও বাঁশের বেড়া দিয়ে দখলও করা হচ্ছে। প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুই পাশে ফুটপাত দখল হওয়ায় মানুষকে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। রাস্তার সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

অপরদিকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এর প্রভাব পড়ছে সড়কগুলোতে। পথচারীরা ফুটপাত ছেড়ে সড়কে নেমে যাওয়ায় যানজট বাড়ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চট্টগ্রাম নগরের প্রবেশপথ এই রাস্তার ফুটপাত দখলমুক্ত করা দরকার। প্রয়োজনে ফুটপাতের ব্যবসায়ীদের আলাদা করে পুনর্বাসন করা যেতে পারে।

প্রশাসন ও পুলিশের নমনীয়তার কারণে ফুটপাতগুলো দখলমুক্ত হচ্ছে না । ফলে স্বস্তি নিয়ে ফুটপাত দিয়ে হাঁটতে পারছেনা নগরবাসী। মোটা অঙ্কের টাকা চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবের কারণে ফুটপাত হকারমুক্ত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নগরবাসী।

তাদের মতে, দিনদিন যেভাবে হকাররা মূল রাস্তা দখল করে ব্যবসা করছে, তাদের উচ্ছেদে কেউ ভূমিকা রাখছেনা। প্রশ্ন উঠেছে আসলে রাস্তা তুমি কার?

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা