সর্বশেষ

দীর্ঘমেয়াদি গম সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই

ডিসিবি নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দীর্ঘমেয়াদি গম আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। দেশব্যাপী খাদ্য নিরাপত্তা জোরদার ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর। যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতামূলক দামে উচ্চমানের গম সরবরাহ নিশ্চিত করতেই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে দেশের খাদ্য ব্যবস্থার স্থিতিশীলতা আরও মজবুত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও আস্থার সম্পর্ক আরও গভীর হলো। এতে দুই দেশের জনগণই উপকৃত হবেন।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই চুক্তি শুধু গম আমদানির বিষয় নয় এটি দুই দেশের কৌশলগত সহযোগিতারও প্রতিফলন। এতে করে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা