রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে অবস্থিত বেসরকারি কসমো স্কুলে আজ দুপুরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্কুল ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুন লাগার পর মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে ধোঁয়া উঠতে দেখা যায় স্কুল ভবন থেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জেনারেটর রুমে বিস্ফোরণের মতো আওয়াজ হয়, এরপরেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। আগুন লাগার পরপরই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ভবন থেকে শিক্ষার্থীদের বের করে নিরাপদে সরিয়ে নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুন ইসলাম বলেন, “আগুনের সূত্রপাত জেনারেটর রুমে শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।”
স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপন সরঞ্জামের অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক অভিভাবক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
উল্লেখ্য, ঢাকায় বিভিন্ন সময়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা অধিকাংশ সময় অপ্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতিতে রূপ নেয়। তবে কসমো স্কুলের এই ঘটনায় সময়মতো সাড়া দেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।


