চট্টগ্রামের ফটিকছড়ির তকিরহাটে অভিযান চালিয়ে তিনজন ব্যক্তিকে ৩২হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৯জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম তাদের এ অর্থদন্ডে দন্ডিত করেন।
তিনি জানান- জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যবসা পরিচালনা করার অপরাধে একজন ব্যবসায়ীকে ১০হাজার টাকা অর্থদণ্ড এবং সেই সাথে তার স্থাপনা অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। তাছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে একজন ব্যবসায়ীকে ২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখা, সরকারিভাবে বিতরণের জন্য ওষুধ বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করার অপরাধে একটি বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।


