সর্বশেষ

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় সড়ক অবরোধ, দীর্ঘ ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং থেকে সীতাকুণ্ড পর্যন্ত প্রায় দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজট লেগে আছে। আজ বুধবার বেলা ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট ছিল।  প্রাইম মুভার শ্রমিকরদের সড়ক অবরোধের কারণে এ যানজট বলে জানিয়েছেন স্থানীয়রা।

সল্টগোলা থেকে আগ্রাবাদমুখী সড়কে একটি লরি দাঁড় করানো ছিল। পাশ দিয়েই সরকারি একটি গাড়ি যাচ্ছিল। এ সময় ওই গাড়িতে সামান্য ধাক্কা দেয় লরিটি। এরপর গাড়িতে থাকা অন্তত পাঁচজন নেমে ওই লরিচালককে হাতে থাকা একটি লাঠি দিয়ে মারধর করেন। পরে ওই চালক লরিটি সড়কের মাঝখানে আড়াআড়িভাবে রেখে অন্য চালকদের ডেকে আনেন। সেখানে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার সংগঠনের নেতারাও উপস্থিত হন। পরে তারা সড়ক অবরোধ করে রাখেন।

ঢাকাগামী ট্রাকচালক রফিক আলম জানান, দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা মহাসড়কে যানজটে আটকা ছিলেন। বেলা সোয়া ১২টার দিকে সড়ক একটি ফাঁকা হলে ঢাকার দিকে রওনা হয়েছেন।

তিনি বলেন, সকালে মহাসড়ক আটকে দেওয়ায় শত শত মালবাহী ও যাত্রীবাহী যানবাহন যানজটে পড়ে ছিল। এতে ভোগান্তিতে পড়তে হয়। সবচেয়ে বেশি ভোগান্তি ছিল যাত্রী পরিবহন করা গাড়িগুলোর।

এর আগে, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সড়ক অবরোধ করেন লরি-ট্রাক চালক-শ্রমিকরা। হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানান। পরে সংঘর্ষস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে চালক ও সহকারীর মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালিয়েছেন। এ সময় পার্কের গেট, টিকিট কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।

পরে এ ঘটনায় নগরের কাস্টমস এলাকায় ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল করতে থাকেন এবং সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ‘এক দফা এক দাবি,  ডিসি পার্ক বন্ধ চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা